কলিকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হলেও বছর শেষে পার্কস্ট্রিটজুড়ে চূড়ান্ত অব্যবস্থা।
কলিকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হলেও বছর শেষে পার্কস্ট্রিটজুড়ে চূড়ান্ত অব্যবস্থা। বিশৃঙ্খলা ও অভব্য আচরণের জন্য এখনও পর্যন্ত ৩০০ বেশি মানুষকে গ্রেফতার করেছে লালবাজার। তাদের বিরুদ্ধে রাস্তায় অভব্য আচরণ, মদ্যপ অবস্থায় অসভ্যতা সহ একাধিক অভিযোগ রয়েছে।
ক্রিসমাস ইভের আগে থেকে সেজেছিল পার্ক স্ট্রিট। সবার নজর ছিল বর্ষবরণের রাতের দিকে। সন্ধে থেকে অল্প অল্প করে ভিড় বাড়ছিল। রাত যত গভীর হয়েছে পাল্লা দিয়ে বেড়েছে উত্সাহী মানুষের ভিড়ও। রাতে পরিস্থিতি পরিদর্শনে যান নগরপাল সুরজিত কর পুরকায়স্থ, ডিসি হেডকোয়ার্টার্স সুপ্রতীম সরকার সহ পুলিসের পদস্থ কর্তারাও। কিন্তু তাও এড়ানো গেল না বিশৃঙ্খলা। মহিলাদের উদ্দেশে কটূক্তি, অভব্য আচরণ কিছুই বাদ গেল না। শেষ পর্যন্ত পুলিশ কর্তাদেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। শেষমেশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
কোন মন্তব্য নেই: