সফল দলের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ
২০১৫ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় প্রাপ্তির বছর। এ বছরের শুরু থেকেই বাংলার দামাল ছেলেরা প্রতিপক্ষ দেশের বিপক্ষে একের পর এক জয় তুলে নিচ্ছেন। হোম সিরিজে ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলকে কুপোকাত করে সফল দলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার গৌরভ অর্জন করেছে বাংলাদেশ। গেল বিশ্বকাপের পর থেকে বাংলার টাইগারদের জয়ের ধারা অব্যহত রয়েছে। ক্রিকেট সর্বোচ্চ ওই আসরটিতে (বিশ্বকাপ) আফগানিস্থান, স্কটল্যান্ড, ইংল্যান্ডের মত শক্তিশালী দলকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষের ম্যাচে আম্পায়ারের ভুলের খেসারতে সেমিফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এর পর আসে পাকিস্তান সিরিজ। ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তার পর একে একে ভারত ও আফ্রিকাবদের গল্পের কথা সবারই জানা। যার ফলে বাংলাদেশ জায়গা করে নেয় ২০১৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সর্বশেষ নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১-০ তে এগিয়ে থেকে মিরপুর জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নেমেছে টাইগাররা। ২০১৫ সালে এ পর্যন্ত ১৬ ম্যাচে অংশ নিয়ে ১১ ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের হার শতকরা ৬৮.৭। শতকরা ৭৫ ভাগ জয় নিয়ে এ তালিকার শীর্ষে আছে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব শাসন করা অস্ট্রেলিয়া।
কোন মন্তব্য নেই: