Ads Top

‘নিষ্প্রাণ উইকেটসহ সব উইকেটেরই ওষুধ জানেন মুস্তাফিজ!’ প্রশংসায় হেইডেন ।


ক্রিকেটকে অনেক আগে বিদায় বললেও এখনো ক্রিকেটের সাথেই যুক্ত আছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আইপিএলের  চলতি আসরে ধারাভাষ্যকারের দায়িত্ব তার কাঁধে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা দুই বোলার কে? অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেনের মতে তারা হলেন – ভারতের জাসপ্রিত বুমরাহ ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে, স্লগ ওভারের জন্য মুস্তাফিজ হেইডেনের কাছ থেকে একটু বেশি নম্বর পাচ্ছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষের দিকের খেলা চলছে তখন। টিভিতে দর্শক জরিপের প্রশ্ন ছিল, স্লগ ওভারে বুমরাহ ও মুস্তাফিজের মধ্যে সেরা কে। তখন ৫২ শতাংশ ভোট পান বুমরাহ, ৪৮ শতাংশ মুস্তাফিজ।
ধারাভাষ্যকক্ষে তখন হেইডেন। বললেন, ‘আমার মতে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা দুজন বোলার মুম্তাফিজুর ও জাসপ্রিত বুমরাহ। দুজনই দারুণ বোলার। এই দুই তরুণ আর সবার চেয়ে এগিয়ে আছে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকায় এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন হেইডেন। আইপিএলের ধারাভাষ্যে স্মরণ করলেও সেই অভিজ্ঞতাও। বললেন, ‘এশিয়া কাপেও আমি মুস্তাফিজের বোলিং দেখেছি, দারুণ বোলিং করেছে। নিষ্প্রাণ উইকেটসহ সব উইকেটেরই ওষুধ উত্তরই জানেন মুস্তাফিজ! ওর ক্রিকেট মস্তিষ্ক দারুণ। ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়তে পারে। এত কম বয়সী একজনের জন্য যেটা অসাধারণ এক ব্যাপার।’

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.