ফেসবুক কি আইনত নিষিদ্ধ: জাবি শিক্ষার্থীরা
‘ফেসবুক কি আইনত নিষিদ্ধ?’, ‘মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাই কি সমাধান?’ ‘মুক্তিযুদ্ধের চেতনা মতপ্রকাশের স্বাধীনতা হরণ না!’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারীরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম বলেন, ‘ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিৎ।’
এছাড়া, বক্তারা ফেসবুকে প্রচারণার মাধ্যমে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে অবিলম্বে স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে এটি খুলে দেবার আহ্বান জানান সরকারের কাছে।
কোন মন্তব্য নেই: