সাকিবদের উড়িয়ে দিলো বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটা তারা শুরু করেছিল অনেকটা ‘আন্ডারডগ’ হিসেবে। কিন্তু, যত দিন যাচ্ছে তত তারা একটু একটু করে পরিপক্ক হতে শুরু করেছে। আর তারই ধারাবাহীকতায় এবার সেই বরিশাল বুলস সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে হারালো ছয় উইকেটের বড় ব্যবধানে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে রংপুর করে ১০৪ রান। জহুরুল ইসলাম অমি ২৫ ও মিসবাহ উল হক ২২ রান করেন। বরিশালের হয়ে জাতীয় দলের পেসার আল আমিন হোসেন নেন তিনটি উইকেট। তার হাতেই উঠেছে ম্যাচ সেরা পুরস্কার। আর পাকিস্তানের মোহাম্মদ সামি তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র তিন ওভার তিন বল যাওয়ার পরই নামে বৃষ্টি। আর তাতে ৪০ মিনিট পর খেলা শুরু হলে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। সাত ওভার কমিয়ে দেয়া হয়। আর বরিশালের লক্ষ্য দাঁড়ায় ৭৫। আর তিন বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। ওপেনার রনি তালুকদার ও অধিনায়ক রিয়াদ ২৩ করে রান করেন। আর রংপুরের আরাফাত সানি নেন দুই উইকেট। রংপুর রাইডার্সের এটা তৃতীয় পরাজয়, আর বরিশাল জিতলো নিজেদের পঞ্চম ম্যাচ।
কোন মন্তব্য নেই: