ভোটের ২১ দিন আগে কোন প্রচার নয়
ভোটের ২১ দিন আগে কোন প্রচার নয়। কেউ বিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেব না, এটা বাস্তবে দেখিয়ে দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি প্রার্থীদের বাঁধা প্রদানের বিষয়ে তিনি জানান, বিএনপির প্রার্থীরা পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কিছু জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে । তবে অভিযোগ কিছুটা সত্য হলেও পুরোটা নয়।
তিনি দাবি করে বলেন, ভোট অবাধ, নিরপেক্ষ করতে যা যা করা দরকার আমরা করে যাচ্ছি।
কোন মন্তব্য নেই: