
সুন্দর নিতম্বের প্রতিযোগিতা !

২৭ প্রতিযোগী নিয়ে এরই মধ্যে ফটোশুট শেষ করেছে আয়োজকরা। শপিংমল, রেলস্টেশন, ব্যস্ততম রাস্তা ও বাসসহ নানা জায়গায় হয়েছে ফটোশুট। তবে চূড়ান্ত প্রতিযোগিতা হবে নভেম্বরে।
প্রাথমিক বাছাই শেষে ফাইনাল বা মূলপর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন ১৫ সুন্দর নিতম্বের অধিকারী নারী। পরে সেখান থেকে সেরা একজনকে নির্বাচিত করবে বিচারকরা।
দেশটির প্রত্যেকটি প্রদেশ থেকে একজন করে প্রতিযোগী অংশ নেয় জনপ্রিয় এই প্রতিযোগিতায়। বিজয়ীরা দেশের নামি কোম্পানির হযে মডেলিংয়ের সুযোগ পান। এ ছাড়া ম্যানজ ম্যাগাজিনে বিজয়ীকে নিয়ে প্রকাশ করা হয় ফিচার।
কোন মন্তব্য নেই: