বাতাস থেকে উৎপাদন হচ্ছে প্রতিদিন ৫০০লিটার ডিজেল
বিজ্ঞানের আরো একটি সাফল্যের খবর। এখন থেকে বাতাসের মাধ্যমেই উৎপাদিত হবে অতি প্রয়োজনীয় জ্বালানী ডিজেল। সম্প্রতি কানাডার একটি কোম্পানী এমন একটি কারখানার উদ্বোধন করেছে। কারখানাটিতে মূলত বাতাসকে আটকে রেখে বিশেষ পক্রিয়ায় তা ডিজেলে পরিণত করছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানা থেকে প্রতিদিন ২টন কার্বন ডাই অক্সাইড আটকে ৫০০ লিটার ডিজেল তৈরি করা হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, বাতাস থেকে এই পদ্ধতিতে ডিজেল তৈরিতে বিদ্যুতের প্রয়োজন। আর এটি পরিবেশ দূষণ থেকেও মুক্ত। একই সঙ্গে এটি খুবই সহজলভ্য। এই পদ্ধতিটি দীর্ঘস্থায়ী করলে বিশ্বে জ্বালানির উপর চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই: