গরুর হাটের আধিপত্য নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত
চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটের আধিপত্য নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হরিশপুর পৌরসভার বাতেন মার্কেট এলাকায় সোমবার বিকেল সোয়া ৫টায় এ ঘটনা ঘটেছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গোলাগুলিতে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কিউট কোম্পানির সেলসম্যান কবির ও পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কোরবানির পশুর হাটের কর্তৃত্ব নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় মিশু ও জাফর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বিকেলে বাতেন মার্কেট এলাকায় অস্থায়ী গরুর হাটে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হলে কবির ও জাহাঙ্গীর নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের সন্দ্বীপ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই: