Ads Top

মহাকাশ পরিদর্শনে প্রথম স্যাটেলাইট পাঠাল ভারত


ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) মহাকাশ পর্যবেক্ষণের জন্য এই প্রথম অ্যাস্ট্রোনমি স্যাটেলাইট পাঠাল।
সোমবার সকাল ঠিক ১০টায় অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা রকেট উৎক্ষেণ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৩০ নামের রকেট উৎক্ষেপণ করা হয়। এই রকেটে রয়েছে ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণের কৃত্রিম উপগ্রহ ‘অ্যাস্ট্রোস্যাট’। একই রকেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চারটি এবং কানাডা ও ইন্দোনেশিয়ার দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।
এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো স্যাটেলাইট ভারতের সহায়তায় মহাকাশে পাঠানো হলো।
জিনিউজ অনলাইন জানিয়েছে, উৎক্ষেপণের ২২ মিনিট পর পৃথিবীর ৬৫০ কিলোমিটার উঁচুতে প্রদক্ষিণ করে আরো উঁচুতে উঠতে থাকে অ্যাস্ট্রোস্যাট। সব মিলিয়ে ২৫ মিনিট পর নিজ নিজ কক্ষে প্রবেশ করে স্যাটেলাইটগুলো।
মহাকাশের গ্রহ, নক্ষত্র, উল্কাসহ মহাজাগতিক বস্তুর পর্যবেক্ষণ করবে অ্যাস্ট্রোস্যাট। এর আগে মহাকাশে এ ধরনের স্যাটেলাইট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.