Ads Top

এবার আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সুপার টাইফুন ‘দুজুয়ান’

তাইওয়ানে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সুপার টাইফুন ‘দুজুয়ান’।  এ খবরে এরই মধ্যে দেশটির পূর্ব উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
দুজুয়ানকে কেন্দ্র করে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা লাখো সেনা প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিবিসি জানিয়েছে, তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এটিকে শক্তিশালী টাইফুন বলে বর্ণনা করেছে।  
ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৯টার দিকে (জিএমটি ১৫টা) এটি আঘাত হানতে পারে।  সেইসঙ্গে প্রবল বৃষ্টিপাত ও তীব্র ঝড়ের আশঙ্কাও রয়েছে।
অবশ্য আগামী বুধবার চীনে পৌঁছানোর আগে শক্তিশালী ঝড়টি দুর্বল হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, তাইওয়ানে আঘাত হানার আগে দুজুয়ান জাপানের ইশিগাকি দ্বীপ অতিবাহিত হবে।
জাপানের আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, এতে ১৩ মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হতেপারে।
রোববার তাইওয়ানের গ্রিন ও অর্চিড দ্বীপ থেকে প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে; যাদের বেশির ভাগই পর্যটক।  আজ সোমবার আরো ৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.