Ads Top

বড় শহরগুলোতে রাস্তাঘাটে কোরবানির পশু রাখার জায়গা না থাকায় ক্রেনে করে পশুকে ছাদে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের বড় শহরগুলোতে রাস্তাঘাটে কোরবানির পশু রাখার জায়গা না থাকায় ক্রেনে করে পশুকে ছাদে নেওয়া হচ্ছে। গরু রাখার জায়গা না থাকায় অনেকেই গাড়ি বারান্দায় রাখেন। কিন্তু দেশটির বড় বড় শহরগুলোতে স্থানে সঙ্কুলান না হওয়ায় ক্রেন ব্যবহার করে বাধ্য হয়েই ছাদে নেওয়া হচ্ছে এইসব প্রাণীকে। পাকিস্তানের একটি পত্রিকা আজ এ খবর প্রকাশ করেছে।
ক্রেনে করে কোরবানির গরু ছাদে
 ছবিতে দেখা পাকিস্তানের করাচির পাপস নগরে গরুর পিঠে একজন মানুষ বসে আছে। মানুষসহ গরুটিকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে ছাদে। আশাপাশের বাড়ি থেকে করিডোরের গ্রিলে হাত রেখে শত শত চোখ তাকিয়ে দেখছে দৃশ্যটি।
ক্রেনে করে কোরবানির গরু ছাদে

উল্লেখ্য, ঢাকা শহরের অবস্থা ঘিঞ্জি হলেও নগরীর বড় বড় রাস্তাগুলোতে কোরবানির প্রাণী রাখা হয়, তবে অধিকাংশরাই গাড়িবারান্দায় রাখেন। 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.