সাকা চৌধুরীর ছেলে হুম্মাম গ্রেপ্তার
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছুক্ষণ আগে তার ধানমণ্ডি ১০/এ রোডের বাসা থেকে তাকে আটক করে ধানমণ্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
গুলশান থানায় ২০০৮ সালে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শামসুল হুদা নামে একজন ওই মামলার বাদী। মামলায় হুম্মামের বিরুদ্ধে মারধোর এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিলো।
পুলিশ জানিয়েছে, মামলাটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন। এরইমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ওই অভিযোগপত্র গ্রহণ করে পলাতক থাকায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
‘পরোয়ানাটি ধানমণ্ডি থানায় আসার পর পুলিশ তা কার্যকর করে। তাকে গ্রপ্তোর করে আদালতে পাঠানো হয়েছে,’ বলে ধানমণ্ডি থানার একজন কর্মকর্তা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই: