টাঙ্গাইলের কালিহাতিতে সম্প্রতি এক বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি চালানোর ঘটনায় আজ কালিহাতী ও ঘাটাইল থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতিতে সম্প্রতি এক বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি চালানোর ঘটনায় আজ কালিহাতী ও ঘাটাইল থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
গত শুক্রবার এই গুলিবর্ষণের ঘটনার রাতেই তিনজন মারা যায়।
আরো দুদিন পর হাসপাতালে মারা যায় আরো একজন।
ঘাটাইল থানার ওসি মোকলেসুর রহমান ও কালিহাতী থানার ওসি শহীদুল ইসলামকে প্রত্যাহারের পর ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে বলে খবরে জানা যাচ্ছে।
এ ঘটনায় গত শনিবার পুলিশের আরো সাতজন সদস্যকে প্রত্যাহার করা হলেও দুই থানার প্রধান কর্মকর্তাদের ব্যাপারে তখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়েছিল না।
গত মঙ্গলবার ঘাটাইল এলাকায় এক মহিলা ও তার ছেলের ওপর যৌন নির্যাতন চালানোর এক ঘটনার বিরুদ্ধে স্থানীয় লোকজনের শুক্রবার ওই বিক্ষোভ মিছিলটি করছিল।
কোন মন্তব্য নেই: