Ads Top

যে কারাগারে কয়েদীরা একে অপরকে খুন করে মাংস খেয়ে ফেলে !!

এক কারাগারে জায়গা আছে ৫০০-৬০০ জন থাকার। তবে সেই জায়গায় যদি ৬০০০-৭০০০ জন থাকে তবে কারাবাস উল্লেখ না করে নরকবাস উল্লেখ করা যায়। তাই এটাকে বলা যায় দুনিয়ার সবচেয়ে ভয়ানক কারাবাসও। আফ্রিকার দেশ রোয়েন্ডার গিতারামা কারাগারের কথা বলছি।


শুধু তাই নয়।আরেকটা অবাক হওয়ার বিষয় এই যে, জেলে বন্দিরা একে অপরকে খুন করে, তারপর মৃত ব্যক্তির মাংস খেয়ে বেঁচে থাকে। এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হল আফ্রিকার এক দৈনিকে।
সেই গিতারামা জেলে ৫০০ থেকে ৬০০ বন্দিদের গারদের পিছনে থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস্তবে সেই জেলের মধ্যে গাদাগাদি করে থাকে ৬ থেকে ৭ হাজার বন্দি। শোয়া-বসা তো দূরে থাক, ঠিকমত দাঁড়ানোর জায়গাও থাকে না সেই জলের সেলে। খাওয়ার দেওয়া হয় মেরেকেটে ১০০ জনের জন্য, তাও ২৪ ঘণ্টার মধ্যে মাত্র দু বার। গায়ের জোরে সেইসব খাবার কেড়ে খেয়ে নেয় ৫০-৬০ জন বন্দি। অভুক্তই থেকে যান বাকিরা। প্রচন্ড খিদেতে এরপর শুরু হয় খুনের পালা। খুন করার একমাত্র লক্ষ্য হল সহ বন্দিদের মাংস খেয়ে খিদের জ্বালা মেটানো। এভাবে সারাদিনে অন্তত ৭ জন বন্দি মারা যান। খুন করে মাংস খেয়ে চিত্‍কার করে বন্দিরা। দুর্বল হয়ে পড়লেই পরদিন সহ বন্দিরা তাকে মেরে ফেলে।
এই খবর সামনে আসার পরই নড়চড়ে বসেছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.