বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি, পেশা, বয়সের লাখো মুসলমান।
ত্যাগের আহ্বান নিয়ে শুক্রবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
গত কয়েক দিনের বিরূপ আবহাওয়া কেটে গিয়ে ঈদের সকালে রোদের দেখা মিলেছে। ফলে পাড়ায় মহল্লায় মসজিদ আর ঈদগাহগুলোতে নির্বিঘ্নেই ঈদ জামাত হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ সকাল ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
বায়তুল মোকাররমে এবারও সকাল ৭টা থেকে পাঁচটি জামাতের আয়োজন হয়েছে। বিভিন্ন স্থানে মসজিদের সীমানা ছাড়িয়ে রাস্তায় ম্যাট ও জায়নামাজ বিছিয়ে নামাজে অংশ নিতে দেখা গেছে।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে প্রতিটি জামাতে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই, যাতে বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলমানদের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এরপর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, বাড়ি ফিরে যোগ দেন পশু কোরবানির আয়োজনে।
বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে,
Reviewed by সময়ের তাজা কাহিনী
on
সেপ্টেম্বর ২৫, ২০১৫
Rating: 5
![বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে,](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvohdH5TL9zQphiIHDuqlyOUslPV-34Vh9UToaPn7FGYRsM7zVv79Jdo6VwtXBw7iKS8QBvLzZIoOEzO4Ysukcm3qDPP8724S0JdvWPsg2Ez-v1ox8ef3b6cdgmagLuBsefplCaAbul10/s72-c/51-Eid-ul-Azha-prayer-Natio.jpg)
কোন মন্তব্য নেই: