চীনের সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের হাওয়াই ও পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারবে।
চীন সম্প্রতি ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপণে সক্ষম জিন-ক্লাস পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজের মধ্যে চারটির নির্মাণকাজ শেষ করেছে। অপর একটির নির্মাণকাজ শেষের দিকে। এ বছরেরই শেষভাদে ডুবোজাহাজগুলো উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। চীনের নতুন পারমাণবিক ডুবোজাহাজটিতে মোতায়েন করা হচ্ছে জেএল-২ ব্যালিস্টিক মিসাইল। এ মিসাইলের আওতা প্রায় চার হাজার নটিক্যাল মাইল। যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে বহুদূর থেকেই এ সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্র সরাসরি আঘাত হানতে পারবে। চীনের নিকটবর্তী পূর্ব এশিয়ার জলসীমা থেকে সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের হাওয়াই ও পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারবে। তবে সাবমেরিনটি যদি হাওয়াই দ্বীপের নিকটবর্তী এলাকায় যায় তাহলে তা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১৫ সালের এক রিপোর্টে এ সাবমেরিন ও তাতে মোতায়েন ক্ষেপণাস্ত্রের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। এতে তারা পারমাণবিক বোমার ঝুঁকির বিষয়টিও উল্লেখ করে। এছাড়া চীন আরও বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এগুলোর ক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম। -
কোন মন্তব্য নেই: