ভারতে নজরদারি চালাচ্ছে চীনা রণতরী!
আন্দামান সাগরে আনাগোনা বাড়ছে চীনা রণতরীর। গত দুসপ্তাহে প্রায় তিনবার ভারতীয় জলসীমার অনেক কাছে দেখা গিয়েছে চীনের কয়েকটি রণতরীকে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, রণতরীটির দিকে নজর রাখা হচ্ছে। সম্ভাবত ভারতীয় জলসীমার কাছে বঙ্গোপসাগরের উপর নজরদারি চালাতেই ওই চীনের রণতরীকে মোতায়েন করা হয়েছে। আন্দামান নিকোবর কমান্ড বা এএনসি সূত্রে খবর, ভারতীয় বিমান ও নৌসেনার রাডারে ধরা পড়েছে চীনা রণতরী। গত তিনমাসের মধ্যে শুক্রবারই সেটিকে সবচাইতে কাছে দেখা গিয়েছে। তবে ভারত যে কোনও পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে তৈরি রয়েছে বলে জানানো হয়েছে। তবে আন্দামান উপকূলে ভারতীয় সেনার কোনও যুদ্ধাস্ত্র মোতায়েন করা নেই। উল্লেখ্য, গতকালই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের সঙ্গে যুদ্ধবিরতির সত্তর বছর পালন করেছে চীন। সেখানে নিজেদের অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রও প্রদর্শন করা হয়েছে চীনের তরফে। তবে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং জানিয়েছেন, “তিন লাখ সেনা ছাঁটাই করা হচ্ছে। চীন বিশ্ব শান্তির পক্ষে।”
কোন মন্তব্য নেই: