Ads Top

এই গাড়ি চালনায় কোন চালকের প্রয়োজন পড়বে না।

ভবিষৎ-এ গাড়ির কর্তা হচ্ছেন গাড়ি নিজেই।  জার্মানির ডাইমলার গ্রুপ এমনই একটি প্রোটোটাইপের মডেল পেশ করেছে। এই গাড়ি চালনায় কোন চালকের প্রয়োজন পড়বে না। গুগল সহ বিভিন্ন কোম্পানি ভবিষ্যতে এমন গাড়ি বাজারে আনতে চায়।
ডিজাইন মানেই চমক

বদলে যাচ্ছে গাড়ির চেহারাপর্শে কোম্পানির 'মিশন ই-কনসেপ্ট' গাড়ি রূপে-গুণে চমকপ্রদ। সামনের ও পেছনের দরজা নিজস্ব ভঙ্গিতে খুলে যায়। ব্যাটারিচালিত এই গাড়ি চার্জ করতে নাকি মাত্র ১৫ মিনিট লাগে। ফলে অ্যামেরিকার 'টেসলা' কোম্পানির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে এই মডেলের।


 

স্বচ্ছ ডিজাইনমার্সিডিস কোম্পানি ভবিষ্যতে এই গাড়ির মডেলে বসে চালক ও সহযাত্রীরা কার্যত বিনা বাধায় উপর-নীচ ও আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত শুধু এর প্রোটোটাইপ তৈরি করা হয়েছে।  

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.