শাহজালালের ওরশে গরু দিলেন প্রধানমন্ত্রী
০৫ সেপ্টেম্বর- উপমহাদেশের প্রখ্যাত ওলি হজরত শাহজালাল (রহ.) এর ৬৯৬তম বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। ওরশের প্রথম দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে একটি গরু ও গিলাফ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ মাজার কর্তৃপক্ষের হাতে গিলাফ তুলে দেন। এ সময় মহানগরীর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এরপর জুমার আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের নেতৃত্বে ওরশে একটি গরু দেওয়া হয়েছে। এ সময়ও জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই: